২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


সাভারে আদিবাসীর বাড়ি দখলের চেষ্টা হাউজিং কোম্পানির


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে জোরপূর্বক আদিবাসী সংখ্যালঘু (বুনুয়া)দের বসতবাড়ি দখলের চেষ্টা করেছে একটি হাউজিং কোম্পানি। বসত বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে তাদেরকে উচ্ছেদের নোটিসও দিয়েছে ওই হাউজিং কোম্পানি।মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৌস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিরুলিয়া ইউনিয়নের মৌস্তাপাড়া আদিবাসী বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি পরিমল বাবু জানায় তাদের পূর্বপুরুষসহ তারা মৌস্তাপাড়া এলাকায় দেড়শ বছর ধরে ৬০টি পরিবার বসবাস করে আসছে। তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ওই জমি দেন তখনকার আগেরকার মানুষ নবাব বাহাদুর। পরে তাদের ওই জমির পাশে ২০০৪ সালে ৪৪ বিঘা জমি কেনেন দক্ষিণা সিটি হাউজিং কোম্পানির মালিক কর্নেল (অব.) আজম খান ও তার স্ত্রী মনা হক।

কয়েক দিন ধরে ওই জমি তাদের দাবি করে আজম খানের পক্ষে ভাড়াটে সন্ত্রাসীরা দখলের চেষ্টা চালায়। এতে তারা বাধা দিলে সন্ত্রাসীরা আদিবাসী সংখ্যালঘুদের হত্যার হুমকি ধামকি দেয়।

আদিবাসীদের ওই জমির মধ্যে রয়েছে দুর্গা মন্দির, কালি মন্দির ও একটি কমিউনিটি সেন্টার। সরকারের পক্ষ থেকে ওই আদিবাসীদের প্রত্যেক মাসে মাসে সাহায্য দেয়া হয়।

এদিকে কয়েকদিন আগে ওই ৬০টি আদিবাসী পরিবারকে ওই এলাকা থেকে চলে যেতে নোটিশ দিয়েছে হাউজিং কোম্পানিটি। ইতিমধ্যে তাদের ওই বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিয়েছে কোম্পানিটি। খাওয়ার পানি আনতে প্রায় আধা কিমি যেতে হয় তাদের। সন্ত্রাসীরাদের হুমকি ধামকিতে মানবেতর জীবনযাপন করছে তারা।

আজ মঙ্গলবার সকালে তাদের বসত বাড়ির পাশে কিছু অংশ দখল করে প্রাচীর নির্মাণ করছেন দক্ষিণা সিটির শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় আদিবাসী সংখ্যালঘুরা তাদের জমি যেন দখল করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান।

এলাকাবাসী জানান, সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের সাহায্য নিয়ে দক্ষিণা সিটির মালিক তাদের বসতবাড়ি দখল করার চেষ্টা করছেন। বাধা দিলে যুবলীগের সভাপতি বিভিন্ন মিথ্যা মামলায় উল্টো ফাঁসানোর হুমকি দেন তাদেরকে।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানিয়েছেন জমি দখলে কোন কিছুতেই থামানো যাচ্ছে না হাউজিং কোম্পানির ভূমিদস্যুদের। প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মালিকানার নামে নাম মাত্র মূল্যে জমি ক্রয় করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করে নিচ্ছে শত শত একর জমি। বালু দিয়ে ভরাট করছে সরকারি খাল বিলও।

এদিকে দক্ষিণা সিটির কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কোন প্রকার কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ জানিয়েছেন তদন্ত করে ওই হাউজিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close