২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


ভারতের জন্য শক্তিশালী ডুবোজাহাজ বানাবে জার্মানি


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌ-বাহিনীর জন্য টাইপ-২১৪ ডুবোজাহাজ তৈরি করার ইচ্ছা প্রকাশ করল জার্মান সংস্থা থাইসেনক্রুপ। জানা গেছে, 75i ও P75i প্রজেক্টের আওতায় তৈরি হবে এই সাবমেরিন গুলি। যেগুলি হবে সিক্স নিউ জেনারেশন ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন খবর প্রকাশিত হয়েছে।- কলকাতা ২৪।

থাইসেনক্রুপ সংস্থার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ রবি ক্রিপালানি জানিয়েছেন, তারা ভারতীয় নৌ-বাহিনীর হয়ে HDW Class 214 সাবমেরিন তৈরি করতে সদা প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন যে, ইতিমধ্যে সেনাবাহিনীকে চারটি অপারমাণবিক সাবমেরিন তৈরি করে দিয়েছে তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, যেহেতু মুম্বাইয়ের মাজাগাওন ডকে স্করপেন সাবমেরিন তৈরির কাজ চলছে, তাই আবারও কোন অ্যাডভান্স ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নৌ-বাহিনীর জন্য বরাদ্দ করা হবে কিনা সেকথা ভাবা হচ্ছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close