আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আহমদ খান রাহামি (২৮) আটকের পর চিকিৎসা সেবা এবং আইনী প্রতিনিধি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
রাহামির চিকিৎসা সেবা ও আইনি প্রতিনিধি পাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে রিপাবলিকান প্রার্থী বলেন, এটি দেশের দুর্বল জাতীয় নিরাপত্তার পরিচয় দেয়।
এদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন বলেন, ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ উক্তি শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাহায্য করেছে।
নিউইয়র্ক সিটির বাইরে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, আমাদের শত্রুদের সহায়তা এবং সান্ত্বনা দেয়ার জন্যই ট্রাম্প এ ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি ও ভাষার ব্যবহার করেন।
সোমবার দেশটির নিউজার্সির লিনদেন শহর থেকে আহত অবস্থায় আফগান বংশোদ্ভুত রাহামিকে আটক করে পুলিশ। এর আগে তার সঙ্গে স্থানীয় পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেসময় দুই পুলিশ সদস্য আহত হন। রাহামির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, রবিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় এক বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়।