বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন রোনালদিনহো

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৮, ২০১৬

---

 
স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেই ২০১৩ সালে। তবে ক্লাব ফুটবলে এখনো স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদিনহো। সেলেসাও কিংবদন্তী এই ফুটবলার জানিয়েছেন, আসন্ন মৌসুম থেকে আর খেলবেন না তিনি।

272

দলীয় এবং ব্যক্তিগত অনেক ট্রফিতে ভরপুর রোনালদিনহোর শোকেস। ব্রাজিলের হয়ে খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও প্যারিস সেইন্ট জার্মেই, মিলান এবং বার্সেলোনার অনেক শিরোপা জয়ের সাক্ষী তিনি। তবে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার হয়ে এবার ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন রোনালদিনহো।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন রোনালদিনহো। চ্যাম্পিয়নস লিগ এবং কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতা বিশ্বের কয়েকজন ফুটবলারের মধ্যে তিনি একজন। তবে সম্প্রতি ফর্ম আর ফিটনেসের সঙ্গে যুদ্ধ করায় বুট জোড়া তুলে রাখার সময় এসেছে বলে মনে করছেন ৩৬ বছর বয়সি তারকা।

নিজের অবসর নিয়ে নিয়ইয়র্কে এক সাক্ষাতকারে রোনালদিনহো বলেন, ‘আমি এখন একজন বয়স্ক লোক। আমার বয়স ৩৬ বছর। ২৬ বছর বয়সে আমি যেমনটা ছিলাম সেভাবে দিতে পারছি না। তাই আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই। ফুটবল এবং সংগীত বিষয়ক নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে চাই।’

এ জাতীয় আরও খবর