নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার কুয়ালামপুরের উদ্দেশে বুধবার বেলা সোয়া ১২টায় ঢাকা ত্যাগ করেছেন।
মালয়েশিয়া সফরকালে জাপা চেয়ারম্যান ইন্টারন্যাশনাল কনফেরেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাব) সম্মেলনে যোগ দেবেন। ১ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই (আইক্যাব) সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রধানরা অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
দলের চেয়ারম্যানকে বিদায় জানাতে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দি বাবলু এমপি, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, আমির হোসেন ভূইয়া এমপি, গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানসহ জাপা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
সম্মেলন শেষে আগামী ৫ সেপ্টেম্বর জাপা চেয়ারম্যান দেশে ফিরে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।