নাসিরনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী পালিত
---
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বাষির্কী পালন উপলক্ষে আজ সোমবার সরকারি ,বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,শোকর্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোক র্যালী উপজেলা সদরে বের করা হয়। সদর ইউনিয়ন পরিষদ পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাসান খান,সদর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,হরিপুর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী ফারুক মিয়া ও চাপরতলা আওয়ামীলীগ সভাপতি হাজ¦ী সুরুজ আলী। সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,প্রেসক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলামবেলায়েত,সাবেক ছাত্রলীগ সভাপতি বসির আল-হেলাল,সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ প্রমূখ। এছাড়াও বাদ জোহর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচী পালন করে।