সোমবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং ১৩ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ

ম্যাচ ফিক্সিং : আশরাফুলের ‘নিষেধাজ্ঞা মুক্তি’ শনিবার

ashrafulস্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিনের অপেক্ষা। এরপর উঠে যাবে মোহাম্মদ আশলাফুলের ক্রিকেট নিষেধাজ্ঞা। ফের ক্রিকেটে ফিরে আসতে পারবেন তিনি। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চিুরিয়ান। তবে আশরাফু কোন ধরনের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন, এই জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টি২০ ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ২০১৩ সালের সংস্করণে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন আশরাফুল। যে কারণে ২০১৪ সালে আশরাফুলেকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল আইসিসির পক্ষ থেকে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এই শাস্তির বিপক্ষে আপলি করেছিলেন আশরাফুল। তার আপীলের প্রেক্ষিতে পরবর্তীতে (২০১৪ সালের সেপ্টেম্বরে) আশরাফুলের শাস্তি কমিয়ে ৫ বছরের নিষেধাজ্ঞায় নামিয়ে আনা হয়। এর মধ্যে ছিল দুই বছরের স্থগিতাদেশ দ-।
এ জন্য বিসিবি ও আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম ও ট্রেনিংয়ে অংশ নিতে হয়েছে তাকে। সেই হিসেবে শনিবার (১৩ আগস্ট) ঘরোয়া ক্রিকেটে খেলার বিষয়ে নিষেধাজ্ঞা থেকে ‍মুক্তি মিলছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম মেধাবী ব্যাটসম্যানটির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন ২০১৮ সালে।
২০১৪ সালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ভালো আচরণের বিষয়ে আইসিসির কাছ থেকে সার্টিফিকেট যোগাড় করতে পারলে ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে ক্রিকেটে ফিরতে পারবেন আশরাফুল।’
শাস্তি পাওয়ার পর আইসিসি ও বিসিবির বিভিন্ন দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২০১৫ সালের বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামুলক একটি ভিডিওতেও অংশ নেন তিনি।
বিসিবি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আশারফুল আপাতত ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে বাধা নেই তার। অন্যদিকে, আইসিসি সদস্য দেশগুলোর বিপক্ষে প্রথম শ্রেণীর মর্যাদা পাবে না এমন ম্যাচেও খেলতে পারবেন আশরাফুল।
এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি মিডিয়াকে জানিয়েছেন, আশরাফুল ঘরোয়া ক্রিকেটের কোন ধরনের ম্যাচ খেলতে পারবে, ফ্রাঞ্চাইজিভিত্তিক আসরে (যেমন বিপিএল) সে খেলতে পারবে কীনা, এই বিষয়ে আইসিসির কাছ থেকে পরিষ্কার নির্দেশনা জানার অপেক্ষায় রয়েছে বিসিবি। তিনি বলেছেন, ‘আইসিসিকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি আমরা। আশা করছি, রবিবারের (১৪ আগস্ট) মধ্যেই বিস্তারিত জানতে পারব।’ সূত্র : ক্রিকইনফো/দ্যা রিপোর্ট

এ জাতীয় আরও খবর

এমবাপ্পের হাফসেঞ্চুরি দিনে পিএসজির জয়

প্রস্তুতি ম্যাচ ড্র

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার দুর্দান্ত জয়

টি-টোয়েন্টিতে ২৭৮ করে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

ধরে নিতে পারেন প্রথম টেস্টে মুশফিক নেই

ইতিহাস গড়লো শ্রীলঙ্কা

কঠিন কন্ডিশনে গেলেই যে ‘শত্রু’ পিছু নেয় বাংলাদেশের

বিরাটের ক্যামেরায় অন্য রূপে আনুশকা

পাকিস্তানকে বয়কট করতে গিয়ে ভারত উল্টো মহাবিপদে

শচীন পাকিস্তানকে ২ পয়েন্ট দিতে নারাজ

শুধু হেটমায়ার পারেননি কোহলি-রোহিতের সঙ্গে