পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন নিশা দেশাই
নিউজ ডেস্ক : সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন তারা।
মার্কিন মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে তার ডেপুটি মানপ্রিত সিং আনন্দ ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাটসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে বিজি আমেরিকা আবিদা ইসলাম, বিজি ইউরোপ খোরশেদ আলম, বিজি ইকোনোমিক রিয়াজ হামিদুল্লাহসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন।