g যেখানে সাড়ে ৩ লাখ মানুষ একত্রে ইফতার করে (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৫শে জুলাই, ২০১৭ ইং ১০ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

যেখানে সাড়ে ৩ লাখ মানুষ একত্রে ইফতার করে (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৬

---

aনিউজ ডেস্ক : রহমত ও বরকতের মাস রমজানের আগমন ঘটেছে। সারা বিশ্বব্যাপী মুসলমান ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাস রোজা রেখে পালন করে। সুবহে সাদিক অর্থাৎ সূর্য উঠার আগে থেকে সূর্য অস্ত যাবার পর পর্যন্ত না খেয়ে মুসলমানেরা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য সাওম বা রোজা পালন করে। পরিবারের সকলে একসাথে সূর্য উঠার আগে উঠে সেহেরি করে ফজরের নামাজ পড়ে রোজা শুরু করে। আবার সন্ধ্যায় সকলে একসাথে ইফতারি করে।

প্রতি বছর রমজান মাসে ইরানে সবচেয়ে বড় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইরানের মাশাউদ শহরের শিরিনে প্রতিদিন ৩ লাখ ৬০ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়। সেখানে একত্রে সকলে নিজেদের ইফতার গ্রহণ করে। সকাল থেকে এখানে নিযুক্ত ব্যক্তিরা ইফতারি তৈরির কাজ শুরু করেন।
সবাই একত্রে মোনাজাতও করেন। ইফতারির সময় নারী ও পুরুষদের আলাদা করে বসার ব্যবস্থা করান হয়।