g সানি লিওনকে সরিয়ে শীর্ষে প্রিয়াংকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সানি লিওনকে সরিয়ে শীর্ষে প্রিয়াংকা

AmaderBrahmanbaria.COM
মে ১১, ২০১৬

---

Priyanka20160510122626বিনোদন ডেস্ক : ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে ২০১৫ সালের বলিউডের সবচেয়ে আকাঙ্খিত ৫০ জন নারীর তালিকা। অনলাইনে এক জরিপের মাধ্যমে নির্ধারণ করা হয় এ তালিকা।

প্রায় ২২ লাখ অনলাইন ভোটাররা মতামতের ভিত্তিতে গেলো বছরের সবচেয়ে আকাঙ্খিত নারী নির্বাচিত করেছেন। তাদের রায়ে এবারে শীর্ষে উঠে এসেছেন দেশী গার্ল খ্যাত বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া।

একই প্রতিযোগিতার জরিপে ২০১৪ সালে শীর্ষস্থান দখল করে বলিউড তারকাদের তাক লাগিয়ে দিয়েছিলেন সাবেক পর্নস্টার সানি লিওন। তবে এবার সানি তৃতীয় স্থানে নেমে এসেছেন। আর দ্বিতীয় স্থানে আছেন দিপীকা পাডুকোন।

এদিকে বলিউডে আকাঙ্খিত নারীদের মধ্যে প্রথম হওয়ার আনন্দ টুইটারে প্রকাশ করেছেন প্রিয়াংকা। বছরটাই যেন পুরস্কারের সঙ্গে কাটছে প্রিয়াঙ্কার। এ বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো তিনি জিতে নিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের অস্কার খ্যাত আকাঙ্খিত ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’। কিছুদিন পূর্বেই হাতে পেলেন পদ্মশ্রী পুরস্কার।

এ জাতীয় আরও খবর

  • টেলিভিশনের শীর্ষ ৯ খবরটেলিভিশনের শীর্ষ ৯ খবর
  • প্রগতিশীল ছাত্র সংঘ, হাবলাউচ্চ (Progressive student club, Hablauchcha) এর ইতিকথাপ্রগতিশীল ছাত্র সংঘ, হাবলাউচ্চ (Progressive student club, Hablauchcha) এর ইতিকথা
  • তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়: শাহরিয়ারতুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়: শাহরিয়ার
  • সরাইলে পিএসসি’র প্রশংসা পত্র ২’শ সরকারি বইয়ের মূল্য ২০ টাকাসরাইলে পিএসসি’র প্রশংসা পত্র ২’শ সরকারি বইয়ের মূল্য ২০ টাকা
  • এনএসআই পরিচালক হলেন জিয়াউল আহসানএনএসআই পরিচালক হলেন জিয়াউল আহসান
  • নিষ্প্রভ মুস্তাফিজ, হারল হায়দরাবাদ
  • সহিংসতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ‘রেকর্ড’ নির্বাচন কমিশনেরসহিংসতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ‘রেকর্ড’ নির্বাচন কমিশনের
  • “সোনার বাংলা এক্সপ্রেস” সাড়ে চার ঘণ্টার ট্রাভেল টাইম সাড়ে পাঁচ ঘণ্টা কাদের স্বার্থে ?
  • মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না
  • নির্বাচনে না গেলে সরকার বলবে বিএনপি জঙ্গি, সন্ত্রাসী দল
  • সিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারসিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
  • হাতের আঙুলের মাধ্যমেই নিয়ন্ত্রণ করুন নিজের স্বাস্থ্য সমস্যা ও আবেগ-অনুভূতি