রবিবার, ২৪শে ডিসেম্বর, ২০১৭ ইং ১০ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

দিল্লিকে হারিয়ে টিকে রইলো পাঞ্জাব

AmaderBrahmanbaria.COM
মে ৮, ২০১৬

---

13স্পোর্টস ডেস্ক : অধিনায়ক বদলের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্যেরও বদল হতে শুরু করেছে। ডেভিড মিলারের কাছ থেকে নেতৃত্বের বাটন নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলিউড ললনা প্রীতি জিনতার দল। সেই ধারা বজায় রেখে পাঞ্জাব শনিবার রাতে দিল্লিকে ৯ রানে হারিয়েছে।

পাঞ্জাবের ছুঁরে দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লিকে থামতে হয়েছে ১৭২ রানে। তবে দুদলের জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে কোন হেরফের হয়নি। দিল্লি ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে। পাঞ্জাব সবার শেষেই আছে ৬ পয়েন্ট নিয়ে। পাঞ্জাবের মতো সমান ৬ পয়েন্ট করে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসেরও।

এদিন দিল্লির শুরুটা দারুণ করে দিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সনজু স্যামসনকে সঙ্গে নিয়ে তিনি ওপেনিং জুটিতেই তুলে ফেলেন ৭০ রান। এরমধ্যে ডি কক একাই করেন ৫২ রান, ৩০ বলে। চার মেরেছেন ছয়টি, ছক্কা মেরেছেন দুটি। ১৩.৪ ওভারে দলীয় ১২১ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফিরে যান স্যামসন। ৩৫ বলে খেলা তার এই ইনিংসে ছিল চারটি বাউন্ডারী ও একটি ছক্কা।

তখনও দিল্লির জয়কে দূরের বাতিঘর মনে হয়নি। কিন্তু বাকিদের ব্যর্থতায় দিল্লিকে জয়বঞ্চিত থাকতে হয়েছে। কার্লোস ব্রাফেট ৬ বলে ১২ রান করে শেষ চেষ্টা করেছিলেন। কিন্ত তিনি আউট হওয়ার পরপরই দিল্লিকে চেপে ধরে পাঞ্জাব। যেখান থেকে দলকে বের করে আনতে পারেননি ক্রিস মরিস (১৭*)

ব্যাট হাতে সফল মার্কাস স্টোনিস বল হাতেও ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। সন্দিপ শর্মা ৩৬ এবং কারিপ্পা ৩৭ রানে পেয়েছেন ১টি করে উইকেট। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন মোহিত শর্মা।

এরআগে ঘরের মাঠ পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের পুঁজি পায় কিংস ইলেভেন পাঞ্জাব। ফিফটির দেখা পেয়েছেন মার্কাস স্টোনিস এবং ঋদ্ধিমান সাহা। স্টোনিস ৫২ করেছেন ৪৪ বলে তিন চার, দুই ছক্কায়।

ঋদ্ধিমানের ব্যাট ছিল আরও আগ্রাসী। তার ৫২ এসেছে ৩৩ বলে সাত চারের সাহায্যে। এছাড়া অধিনায়ক মুরালি বিজয় ১৬ বলে ২৫, নবম আইপিএলে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ১৬ এবং ফর্মহীনতায় নেতৃত্ব হারানো ডেভিড মিলার ৬ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।

ক্রিস মরিস ৩০ রানে ২টি এবং জহির খান ২৫ ও মোহাম্মদ শামি ৩৪ রান দিয়ে পেয়েছেন ১টি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্টোনিস।

এ জাতীয় আরও খবর

  • নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমাননিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান
  • রাজশাহীতে আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশরাজশাহীতে আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ
  • নর্থ ডাকোটার পাইপলাইনবিরোধী আন্দোলনে সাবেক মার্কিন সেনারানর্থ ডাকোটার পাইপলাইনবিরোধী আন্দোলনে সাবেক মার্কিন সেনারা
  • মুন্সীগঞ্জের প্রত্নস্থান ১১শ’ বছরেরও বেশি পুরনো আমেরিকার বেটা ল্যাবরেটরির পরীক্ষামুন্সীগঞ্জের প্রত্নস্থান ১১শ’ বছরেরও বেশি পুরনো আমেরিকার বেটা ল্যাবরেটরির পরীক্ষা
  • নাসিরনগরে রঙ্গন ব্রীকস ফিল্ডে কর্মচারীদের হাত পা বেঁধে দুঃসাহসিক চুরি ॥ গ্রেপ্তার ২ নাসিরনগরে রঙ্গন ব্রীকস ফিল্ডে কর্মচারীদের হাত পা বেঁধে দুঃসাহসিক চুরি ॥ গ্রেপ্তার ২
  • কসবায় ডাকাত গ্রেপ্তারকসবায় ডাকাত গ্রেপ্তার
  • বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদাবৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা
  • সিদ্ধার্থ-আলিয়ার ব্রেকআপ রুখে দিলেন করনসিদ্ধার্থ-আলিয়ার ব্রেকআপ রুখে দিলেন করন
  • মানবিকতা কি বিলুপ্তির পথে?মানবিকতা কি বিলুপ্তির পথে?
  • ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে তাসফিয়া জান্নাত সিমলাট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে তাসফিয়া জান্নাত সিমলা
  • বাজেট অধিবেশন শুরু ১ জুনবাজেট অধিবেশন শুরু ১ জুন
  • ‘পতিতাপুত্র’ বলায় দুয়ের্তের সঙ্গে বৈঠক বাতিল ওবামার‘পতিতাপুত্র’ বলায় দুয়ের্তের সঙ্গে বৈঠক বাতিল ওবামার