রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

এই গরমে খান ডাবের পানি

1461902499স্বাস্থ্য ডেস্ক : এই গরমে স্বস্তি এনে দেয় প্রাকৃতিক জুস ডাবের পানি। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য উপকারীও। ক্লান্তি ও অবসাদ দূর করতে, পানিশূন্যতা প্রতিরোধ এবং শক্তির উৎস হিসেবে কচি ডাবের পানি ভীষণ কার্যকর। অতিরিক্ত গরমে উচ্চরক্তচাপ হতে পারে। ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে। গরমে হৃদরোগের ঝুঁকিও বেশি থাকে। ডাবের পানি হৃদরোগ নিয়ন্ত্রণের পাশাপাশি অন্যান্য কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। ডাবের পানিতে রয়েছে মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

ডাবের পানি শরীরের অতিরিক্ত সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে। ডাবের পানি ক্ষুধা নিবারণে খুবই কার্যকর। ডাবের পানিতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। একটি ডাবের পানিতে চারটি কলার সমান পটাশিয়াম আছে। সেই সঙ্গে আছে সহজ শর্করা বা চিনি, যা সহজে শোষিত হয়ে শক্তি দিতে পারে। ডাবের পানিতে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে। বমি হলে মানুষের রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। ডাবের পানি পূরণ করে এ ঘাটতি। অতিরিক্ত গরম, ডায়রিয়া, বমির জন্য উৎকৃষ্ট পানীয় ডাবের পানি। এই পানি ত্বকের জন্য খুব ভালো। এটি শুধু মুখের উজ্জ্বলতা ফিরিয়ে দেয় না, পাশাপাশি তারুণ্যও বজায় রাখে। উচ্চমাত্রার ক্যালসিয়াম রয়েছে ডাবের পানিতে, যা হাড়কে করে মজবুত। সেই সঙ্গে জোগায় ত্বক, চুল, নখ ও দাঁতের পুষ্টি।