বাঞ্ছারামপুরে স্থানীয় সাংসদ ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌরসভার উদ্যোগে স্থানীয় সাংসদ ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গণ-সংবর্ধনা প্রদান করেছেন পৌরবাসী। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম মিলনায়তনে এ গণ-সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র খলিলুর রহমান (টিপু মোল্লার) সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সনেট প্রমুখ। গণ-সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।