বৃহস্পতিবার, ১৮ই জানুয়ারি, ২০১৮ ইং ৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশকে ছোট করে দেখছেন না রেডন্যাপ

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৩, ২০১৬

e15437187d05f4052b2490b7a1be2873-22স্পোর্টস ডেস্ক : এই তো কিছুদিন আগেই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) কোচ। এর আগে অনেক দিনই সামলেছেন টটেনহাম হটসপারের ডাগ আউটের দায়িত্ব। পোর্টসমাউথ, সাউদাম্পটন, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, বোর্নমাউথের মতো ইংলিশ ক্লাবগুলো তাঁর অধীনে খেলেছে দীর্ঘদিন। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের উত্থান তাঁর হাত ধরেই। ৬৯ বছর বয়সী কোচ সেই হ্যারি রেডন্যাপের জর্ডানের সামনে আগামীকাল দাঁড়াচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইপর্বে রেডন্যাপের অভিজ্ঞতার ছোঁয়া পেয়ে এই মুহূর্তে ধন্য জর্ডান। কাল আম্মানে বাংলাদেশের বিপক্ষে সেটাই কাজে লাগাতে চায় দলটি। ক্লাব কোচিংয়ে ঋদ্ধ রেডন্যাপও প্রস্তুত প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের বিপক্ষে তাঁর নিজের দল জর্ডানকে মাঠে নামানোর কৌশল হাতে নিয়ে।
গত সেপ্টেম্বরে ঢাকার প্রথম লেগে এই বাংলাদেশকে জর্ডান হারিয়েছিল ৪-০ গোলে। তবে পেশাদার রেডন্যাপ অতীত ইতিহাসের সঙ্গে খুব একটা পরিচিত নন। ফিফা র‍্যাঙ্কিংও আনতে চান না আমলে। জর্ডানের তুলনায় প্রতিপক্ষ হিসেবে যত দুর্বলই হোক বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছেন না তিনি, ‘বাংলাদেশকে খাটো করে দেখার কোনোই সুযোগ নেই। মূল কথা হলো বাংলাদেশকে হারিয়েই আমাদের পরবর্তী কর্মপন্থা ভাবতে হবে।’
সদ্যই জর্ডানের দায়িত্ব নিয়েছেন রেডন্যাপ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাঁর দায়িত্ব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জর্ডানের ম্যাচ দুটোয় জয় তুলে নেওয়া। এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপ দ্বিতীয়স্থানে আছে জর্ডান। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুটো ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
রেডন্যাপ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি যতটা গুরুত্বের, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও তা-ই। দুই ম্যাচেই কৌশল প্রয়োগে একই দৃষ্টিভঙ্গি থাকবে আমার।’ সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

  • কথা রাখতে নগ্ন হচ্ছেন মেলানিয়া?কথা রাখতে নগ্ন হচ্ছেন মেলানিয়া?
  • ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে অপহরণের পর টানা ধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে মামলাঝালকাঠিতে স্কুল ছাত্রীকে অপহরণের পর টানা ধর্ষণ: ৭ জনের বিরুদ্ধে মামলা
  • এইচপি’র কোর আই থ্রি ব্রান্ড পিসি বাজারেএইচপি’র কোর আই থ্রি ব্রান্ড পিসি বাজারে
  • নিরাপদে ক্লাস ও সঠিক সময়ে পরীক্ষার দাবিতে মানবন্ধননিরাপদে ক্লাস ও সঠিক সময়ে পরীক্ষার দাবিতে মানবন্ধন
  • কাল ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূতকাল ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
  • মুন্সীগঞ্জে সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবেমুন্সীগঞ্জে সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে
  • শাসক দলের এই দুরবস্থা কেন?শাসক দলের এই দুরবস্থা কেন?
  • পাকিস্তানের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেপাকিস্তানের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে
  • ইংল্যান্ডের পার্কে সাবেক মডেলের আত্মহত্যাইংল্যান্ডের পার্কে সাবেক মডেলের আত্মহত্যা
  • ফের ছোটবেলায় ধর্ষণের স্মৃতি উস্কে দিলেন গাগাফের ছোটবেলায় ধর্ষণের স্মৃতি উস্কে দিলেন গাগা
  • ফ্রেঞ্চ ওপেনে জায়গা নেই শারাপোভারফ্রেঞ্চ ওপেনে জায়গা নেই শারাপোভার
  • তিন দিনে ৭ পয়েন্ট খোয়ালেন হিলারিতিন দিনে ৭ পয়েন্ট খোয়ালেন হিলারি