g প্রশাসনে ১৩ উপসচিবের দপ্তর বদল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৫ই নভেম্বর, ২০১৭ ইং ২১শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

প্রশাসনে ১৩ উপসচিবের দপ্তর বদল

AmaderBrahmanbaria.COM
মার্চ ১১, ২০১৬

---

purchaseনিজস্ব প্রতিবেদক : প্রশাসনে ১৩ উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব কর্মকর্তরা হলেন, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক মো. আব্দুল বারেক বিশ্বাসকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবু জুবায়ের হোসেন বাবলুকে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জিএম(ট্রান্সপোর্ট) এস এম মাহবুবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে,

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বেগম সালমা সিদ্দিকা মাহতাবকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে,

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো, মোস্তফা কামাল মজুমদারকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব,

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাক্রম বিশেষজ্ঞ ড. উত্তম কুমার দাসকে পরিকল্পনা বিভাগে,

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব,

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব বেগম শিরীন সুলতানাকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক,

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত মো. হুমায়ুন কবীরকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক(অর্থ),

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক(অর্থ)মো. শাহাদাৎ হোসেনকে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল ইসলামকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব মো. হাফিজুদ্দিনকে উপ-ওয়াকফ প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লুৎফন নাহার বেগমকে বিদেশ যাওয়ার সুবিধাত্বে ওএসডি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর