g ‘বিউটিফুল’ সানি লিওন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘বিউটিফুল’ সানি লিওন

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

saএইতো সন্ধ্যাতেই সানি লিওন সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাঁকে ছবিতে দেখা যাচ্ছে যেন মৎসকন্যারুপে। রোহিত ভার্মার দেওয়া এই গাউনে যার যাই বলুন সানি লিওনকে লাস্যময়ী লাগছে না এ কথা কেউ বলতে পারবেন না। সানি লিওন ছবটি পোস্ট করে লিখেছেন, ‘থ্যাঙ্কস রোহিত ভার্মা ফর দিস লাভলি গাউন!! স্টাইলিং বাই হিতেন্দ্র কাপোপারা।’ ১২ মিনিটেই ১৩ হাজার লাইক পড়েছে ছবিটিতে। লাইকদাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি শোবিজ তারকারাও… আর কমেন্ট বক্সে শত শত ‘বিউটিফুল’