g টরন্টোতে বাংলাদেশি ছাত্র খুন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

টরন্টোতে বাংলাদেশি ছাত্র খুন

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

khunটরন্টোর স্কারবরোস্থ ফার্মেসি এভিনিউ এবং সেন্ট ক্লেয়ার এভিনিউয়ের পূর্ব দক্ষিণে এক বাংলাদেশি ছাত্র খুন হয়েছে।মিলন নামের এই বাংলাদেশি ছাত্র সেন্টিনিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সিপি ২৪ ডট কম থেকে আরো জানা যায়, গত শনিবার কাউসার খানের বাড়ির বেইজম্যান্টে পেট ফারা অবস্থায় তাকে পাওয়া যায়। টরন্টো পুলিশ এই হত্যাকাণ্ডকে দ্বিতীয় ডিগ্রী হত্যা বলে উল্লেখ করে শফিক জয়া নামে এক আফগানি যুবককে গ্রেফতার করেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে পুলিশ অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করবে বলে বিশ্বস্থ সূত্রে প্রকাশ। তবে ইত্তেফাককে দূতাবাসের এক জন উর্ধতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কেউ এব্যাপারে দূতাবাসের সাথে যোগাযোগ করেনি। টরন্টো পুলিশ আরো জানিয়েছে, সোমবার সন্দেহভাজন শফিককে আদালতে হাজিরা করার সময় নির্ধারিত হয়েছে।