কারিনার চুমুতে সমস্যা নেই সাইফের
---
বিনোদন ডেস্ক : বলিউডে সাম্প্রতিক সময়টাতে আলোচনার বিষয় কারিনার চুমু খাওয়ার খবরটি। কারিনার নতুন ছবি ‘কি এন্ড কা’তে সহ-অভিনেতা অর্জুন কাপুরের ঠোঁটে চুমু খেয়ে আলোচনায় আসেন এ বলিউড তারকা।
হচ্ছে বেশ সমালোচনাও। অনেকে দাবি করছিলেন, এই চুমু নিয়ে স্বামী সাইফ আলী খানের সঙ্গে ঝামেলা চলছে কারিনার। কিন্তু এসব জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন সাইফ নিজেই। সাফ বলে দিলেন, অভিনেত্রী হিসেবে কারিনা অনেক উঁচু মাপের। তার চুমু খাওয়া নিয়ে কোনো নেতিবাচক ভাবনাই নেই পাতৌদির ছোট নবাবের।
সম্প্রতি ডিএনএ’কে দেয়া এক সাক্ষাতকারে সাইফ জানান, ‘একজন অভিনেত্রী হিসেবে কারিনাকে অনেক কিছুই করতে হবে। এটা আমি ভালো করেই জানি। কারণ আমি নিজেও একজন অভিনেতা। অর্জুনের সঙ্গে ওর জুটি সবার ভালো লাগবে- এটাই প্রত্যাশা করি আমি।’
তিনি আরো বলেন, ‘সময়ের সাথে সাথে মানুষ বদলায়। সেই সাথে বদলায় নিয়মও। এটা ঠিক যে আমরা এক সময় প্রতিজ্ঞা করেছিলাম পর্দায় চুমু খাবো। কিন্তু সিদ্ধান্ত বদল হয়েছে। আমি আর কারিনা এ বিষয়ে একমত হয়েছি যে যদি গল্পের প্রয়োজনে পর্দায় চুমু খেতে হয় তবে অবশ্যই তা করবো আমরা। এতে আমাদের কারোরই কোনো আপত্তি নেই।’