g ‘অপরাধ সংঘটনের জন্য আমেরিকা পাঠিয়েছে’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘অপরাধ সংঘটনের জন্য আমেরিকা পাঠিয়েছে’

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

americaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় আটক মার্কিন এক ছাত্র স্বীকার করেছে যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য আমেরিকা তাকে অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিল। ২১ বছর বয়সী ওট্টো ফ্রেডেরিক ওয়ার্মবিয়ার নামে এ ছাত্র গত জানুয়ারি মাসে উত্তরে কোরিয়ার নিরাপত্তা সংস্থার হাতে ধরে পড়ে।

সোমবার পিয়ংইয়ংয়ে এক সংবাদ সম্মেলনে ভার্জিনিয়া বিশ্ববিদ্য্যালয়ের আন্ডারগ্রাজুয়েটের ছাত্র ফ্রেডেরিক তার ভুল স্বীকার করেন এবং এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, হোটেলে থাকা অবস্থায় রাজনৈতিক স্লোগান সম্বলিত একটি ব্যানার চুরি করার চেষ্টা করেন তিনি। আমেরিকার একটি গির্জার জন্য তাকে ওই ব্যানার চুরি করতে উৎসাহিত করা হয় এবং এজন্য তাকে অর্থ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছিল।

ফ্রেডেরিক জানান, “একটি গির্জা আমাকে উত্তর কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ স্লোগান চুরির জন্য বলেছে যাতে উত্তর কোরিয়ায় আদর্শগত ঐক্য বিনষ্ট হয় এবং বিনিময়ে ১০ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিল।

আমিও ব্যানার চুরি করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন আমি আমার অপরাধের জন্য উত্তর কোরিয়ার প্রতিটি মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।” নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা সিএনএন-কে এ কথা জানান। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর