সাব্বির-সাকিব জুটির প্রশংসায় রিয়াদ
---
স্পোর্টস ডেস্ক : কেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয়ই পেয়েছে বাংলাদেশ। রোববার শ্বাসরুদ্ধকর ম্যাচে লংকানদের ২৩ রানে হারিয়ে ফাইনালে পথে রয়েছে স্বাগতিক শিবির। এমন জয়ে ম্যাচ শেষে সাব্বির-সাকিব জুটির প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশংসা করেছেন দলের বোলারদেরও।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে সাত উইকেটে ১৪৭ রান। যেখানে ছিল সাব্বিরের করা ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস। আর সাকিব করেছেন ৩৪ বলে ৩২ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা সংগ্রহ করে ৮০ রান। যা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। যদিও শেষের দিকে মাহমুদুল্লাহ ১২ বলে ২৩ রান করে স্কোরটা করেছিলেন আরও সমৃদ্ধ। তারপরও এই জয়ে সাকিব-সাব্বির জুটির কথাই বেশী বললেন রিয়াদ।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়াদ বলেন, ‘এই জয়ের সমস্ত কৃতিত্ব বলব সাব্বির-সাকিব জুটির। কারণ ঐ মুহূর্তে এমন জুটির ভীষণ দরকার ছিল। না হলে স্কোর এত নাও হতে পারত।’ তবে বোলাররাও অবশ্যই ভালো করেছে বলে মনে করছেন রিয়াদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ সত্যিই অসাধারণ বল করেছে (৪ ওভারে ১৯ রানে এক উইকেট)। আর নতুন বল হাতে আল আমিন ও তাসকিনের পারফরম্যান্স ছিল চোখ ধাধানো।’
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আগামী ৪ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ এখন পাকিস্তান। ঐ ম্যাচে জিততে পারলেই ফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরুণ করতে পারবেন মাশরাফিরা?