g রাহুল গান্ধী, কেজরিওয়ালসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রাহুল গান্ধী, কেজরিওয়ালসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

1456734146আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জওহরলাল বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বিতর্কে এ বার নতুন ঝড়। কানহাইয়া কুমারকে সমর্থন করায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ডি রাজাসহ নয় জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হায়দরাবাদের সারওরনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ।

কংগ্রেস ও শীর্ষস্থানীয় বাম নেতাদের পাশাপাশি সংযুক্ত জনতা দলের সাংসদ কে সি ত্যাগী ও জেএনইউয়ের দুই ছাত্র কানহাইয়া কুমার ও উমর খালিদের বিরুদ্ধেও দেশদ্রোহের অভিযোগ এনেছে হায়দরাবাদের পুলিশ। অবশ্য হায়দরাবাদ পুলিশের দাবি, জনৈক আইনজীবী জনার্ধন গৌড়ের অভিযোগ আমলে নিয়ে আদালতের দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গৌড় অভিযোগ করেন, দিল্লি পুলিশ কানহাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছে এটা জানা সত্ত্বেও রাহুল ও অন্য নেতারা জেএনইউয়ে গিয়েছিলেন এবং তারা দেশদ্রোহীদের সমর্থন করেছেন। রাহুলদের সেই কাজ আসলে দেশদ্রোহেরই নামান্তর। ফলে যারা দেশদ্রোহ করেছে এবং যারা সেই কাজ সমর্থন করেছেন দু’পক্ষের বিরুদ্ধেই একই ভাবে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দিতে আদালতে আর্জি জানান গৌড়।

সারওরনগরের পুলিশ পরিদর্শক এস লিঙ্গাইয়া জানান, আদালতের আদেশের ভিত্তিতেই গতকাল রোববার নয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। পুলিশ জানিয়েছে, মামলাটি দিল্লিতে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে আইনি পরামর্শও নিচ্ছে তারা। দিল্লিতে কংগ্রেস এই ঘটনার তুমুল সমালোচনা করেছে। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, মোদি সরকারের দলিত ও গরিব-বিরোধী নীতি নিয়ে যারাই সমালোচনা করেন, তাদের মুখ বন্ধ করতে তৎপর হয় বিজেপি ও তাদের শরিকরা। বাসস।

প্রধান বিচারপতির বাড়িতে বোমা সদৃশ বস্তু
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা২৯ ফেব্রুয়ারী, ২০১৬ ইং ১২:৩৩ মিঃ
প্রধান বিচারপতির বাড়িতে বোমা সদৃশ বস্তু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ির পাশে জমিতে বোমা সদৃস বস্তু পাওয়া গেছে। সোমবার সকালে বাড়ির কাজের লোক এটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

সরেজমিনে জানা যায়, প্রধান বিচারপতির পাশের বাড়ির অস্বীনি কুমার সিংহ কাজের লোক পবন শব্দকরের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বিচারপতির ঘরের পেছনে প্রায় ২০০ ফুট দূরে জমিতে ফেলে রাখা গ্যাস সিলিন্ডারের মতো ওই বস্তুটি দেখা যায়।

অস্বীনি কুমার জানান, তিনি বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন, কমলগঞ্জ থানার ওসি এনামুল হক, মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

ঘটনাস্থলের পাশে একটি ম্যাপ, আলফালাহ যুবসংঘের একটি তালিকা উদ্ধার করা হয়েছে। বোমা সদৃশ বস্তুর পাশে কাউকে যেতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মোল্লা মো. শাহীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসলে বিষয়টি এখনো পুরোপুরি বুঝা যাচ্ছে না। সিলেট থেকে বিশেষ দল আসছে, তারপর নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনাটি কাউকে ফাঁসানোর জন্যই হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর