g পাকিস্তানে সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানে সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

Mumtaz-Qadri20160229035144আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে আদিয়ালা কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, সোমবার ভোরে আদিয়ালিয়া কারাগারে কাদরির ফাঁসি কার্যকর হয়েছে। এক কারা কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। মুমতাজ কাদরির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৪ জানুয়ারি দিনের বেলাতেই ইসলামাবাদের কোহসার মার্কেটে কাদরি ২৮টি গুলি করে তাসিরকে হত্যা করেন। একই বছরের ১ অক্টোবর তাসিরকে হত্যায় মৃত্যুদণ্ডের রায় দেয় দেশটির একটি আদালত। কাদরির দাবি, দেশটির ব্লাসফেমি আইনের সমালোচনা করায় তিসারকে তিনি হত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর