g খরার কারণে বিয়ে করবে না গ্রামের কোনো মেয়ে! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

খরার কারণে বিয়ে করবে না গ্রামের কোনো মেয়ে!

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

photo-1456664819আন্তর্জাতিক ডেস্ক : খরার কারণে সংসার চালানো দায়। মাঠে কোনো ফসল ফলছে না। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা গ্রামের প্রতিটি পরিবারের। তাই খরা মৌসুমে বাবা-মায়েদের পাশে থেকে বিপর্যয় মোকাবিলা করতে চলতি বছর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এক গ্রামের সব অবিবাহিত মেয়ে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন এলাকায় গত ৪ থেকে ৫ বছর ধরেই খরা চলছে। ফলে মহারাষ্ট্রের বড় একটি অংশে ফসল ফলানো দায় হয়ে পড়েছে। তার ওপর এবারের গ্রীষ্ম শুরু হতে না হতেই খরা।

এখন থেকেই ফসলের মাঠ শুকাতে শুরু করেছে। আর এই কারণেই মহারাষ্ট্রের বীড় জেলার ওয়ারোল তান্ডা গ্রামের সব অবিবাহিত মেয়ে এ বছর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েক বছর ধরে খরার কারণে ওয়ারোল তান্ডা গ্রামের প্রতিটি পরিবারে অভাব বেড়েই চলেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সন্ধানে এক এক করে গ্রাম ছেড়েছেন অনেকেই। প্রায় তিন হাজার সদস্যের এই গ্রামে এখন অনেকেই বাড়িছাড়া। কিন্তু এখনো যারা গ্রামে রয়েছে তারা লড়াই চালাচ্ছে এক ভয়াবহ বাস্তবতার সঙ্গে।

ওয়ারোল তান্ডা গ্রামের একাধিক তরুণী জানিয়েছেন, খরার কারণে তাঁদের পরিবারের আয় কমে গেছে। জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এই অবস্থার মধ্যে বিয়ে করা মানে পরিবারের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া। তাই পরিবারের পাশে থেকে সাহায্য করতেই এ বছর বিয়ের পিঁড়িতে না বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে তাঁরা সরকারি সাহায্যের দাবিও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর