g অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

onহলিউডে তাঁর উড়ান শুরু হয়েছিল ‘কোয়ান্টিকো’ দিয়ে। এ বার অস্কারের মঞ্চেও তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখলেন আন্তর্জাতিক দর্শক। প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬-এর অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন পিগি চপস।

লেবাননের ডিজাইনার জুহের মুরাদের তৈরি সেলফ কাজের একটি সাদা গাউনে সেজেছিলেন তিনি। পনিটেল আর কানে হিরার ঝোলা দুলে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ছিল চমকে দেওয়ার মতোই। হালকা মেকআপে বড় সেলিব্রিটিদের মধ্যেও তিনি আলাদা ভাবে নজর কেড়েছিলেন।

২০০০ সালে বিশ্বের সব সুন্দরীকে পিছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জোরে। নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন হলিউডেও। অভিনেত্রী, গায়িকার পর এ বার সফল প্রেজেন্টারের পালকও যোগ হল তাঁর মুকুটে। সেরা ফিল্ম এডিটিংয়ের জন্য ম্যাড ম্যাক্স, ফারি রোড এবং মার্গরেট সিক্সেলের হাতে পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা।

– See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2016/02/29/330484#sthash.6IgOcuWT.dpuf