g অস্কারের লাল গালিচায় তারার মেলা… | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অস্কারের লাল গালিচায় তারার মেলা…

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

2016_02_29_07_56_38_S93cV7ykoMY9c26VPZ9E6nkWM7xPTj_originalবিনোদন ডেস্ক : অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কে হতে বহুল প্রতীক্ষিত ‌’অস্কার অ্যাওয়ার্ড ২০১৬’ বিজয়ীর নাম। রুদ্ধশ্বাসে হয়তো এই মুহূর্তে ক্ষণ গুনছেন সকলে। কিন্তু তার আগে চলুন দেখে নেই অস্কার অ্যাওয়ার্ড-এর লাল গালিচায় কারা কারা হেৎটেছেন।

লাল গালিচায় দেখা গেছে চলতি অস্কারে সেরা অভিনেতার মনোনয়র পাওয়া ম্যাট ডেমনকে।

অতিথি হিসেবে অস্কারের লাল গালিচা মারিয়েছেন হলিউড সুপারস্টার অভিনেতা সিলভাস্টার স্ট্যালোন। সঙ্গে দীর্ঘদিনের প্রেমিকা….

অন্যান্যদের মত বিকালেই লাল গালিচা মারিয়ে অস্কারের মূল আসরে উপস্থিত হয়েছন কুইন্সি জোনস…

অসাধারণ সাজ সজ্জায় অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন এমিলি ব্লান্ট এবঙ চার্লি থেরন…

টানা দ্বিতীয় বারের মত সেরা নির্মাতা অস্কার পেতে মুখিয়ে আছেন ইনারিতু। তাই আগেভাগেই এসেছেন অস্কারের লাল গালিচায়ো…

ক্যারল ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য কেট ব্লেনচ্যাট সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে এই মুহূর্তে ব্যাপক চাপে আছেন। সমস্ত চাপ নিয়ে তাকেও দেখা গেল অস্কারের রেড কার্পেটে হাস্যমুখে…

বাংলামেইল