g আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৭শে অক্টোবর, ২০১৭ ইং ১২ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্পের পরামর্শক পাঁচ প্রতিষ্ঠান

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৮, ২০১৬

---

download (43)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল রেললাইন প্রকল্প নির্মাণের কাজ তদারকির জন্য পাঁচটি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।আজ রোববার দুপুরে রেল ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং যৌথ কোম্পানি দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সন হি জুং চুক্তিপত্রে সই করেন।যে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে তদারকির কাজ পেয়েছে, সেগুলো হলো—কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়া রেল নেটওয়ার্ক অথরিটি, জাপানের অরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, ভারতের বেলাজি রেল রোড সিস্টেমস লিমিটেড ও বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড।

চুক্তি সই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থা উন্নত হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে প্রকল্পের মূল কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলওয়েতে ৭২ কিলোমিটার লাইনে ১৩টি বড় সেতুসহ মোট ৪৬টি ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। এ ছাড়া এই রুটে কম্পিউটারাইজ সিগন্যাল ব্যবস্থাসহ আখাউড়া ও লাকসাম রেলস্টেশনসহ ১১টি বি-ক্লাস রেলস্টেশন নির্মাণ করা হবে। নির্মাণসহ প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিমূল্য ২৩১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৯৩ টাকা।

প্রথম আলো

এ জাতীয় আরও খবর