g এটিএম বুথ কেলেঙ্কারীর ২ বিদেশিকে ধরতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

এটিএম বুথ কেলেঙ্কারীর ২ বিদেশিকে ধরতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৬

---

atm-11সম্প্রতি এটিএম বুথ কেলেঙ্কারীর ঘটনায় ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে দুই সন্দেহভাজন বিদেশি। তদন্ত কার্যক্রমের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানান, পলাতক এ দুই ইউরোপিয়কে আটক করতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে। ধারণা করা হচ্ছে, তারা জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের সহায়তা করতো।
সন্দেহভাজনরা হলো- ইউক্রেনের সাবেক পুলিশ সদস্য অ্যান্ডি ও রোমিও নামের এক রোমানিও নাগরিক। বর্তমানে অ্যান্ডি তার স্বদেশে এবং রোমিও ইস্তাম্বুলে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তারা দুজনই জালিয়াতি চক্রের সদস্যদের প্রযুক্তিগত সহযোগিতা করার জন্য ৩১ জানুয়ারি বাংলাদেশে আসেন। পরে এটিএম বুথ কেলেঙ্কারী ফাঁস হয়ে যাওয়ার পর রোমিও ১৩ ফেব্রুয়াির বাংলাদেশ ছাড়েন এবং অ্যান্ডি দেশ ছাড়েন ১৬ ফেব্রুয়ারি।
চলমান তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা ঢাকা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় আটক পাঁচ জনের পাঁচদিনের রিমান্ড শেষ হলে যত দ্রুত সম্ভব ওই দুজনকে আটক করতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে।
সম্প্রতি এটিএম জালিয়াতির ঘটনায় জড়িত থাকায় রোববার চারজনকে আটক করা হয়। সন্দেহভাজন এ চক্রের মূলহোতা পিটার। সে পোলিশ পাসপোর্ট দিয়ে এক বছর আগে ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে আসে। বাকিরা হলো- সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন ব্যাংক কর্মকর্তা; মাকসুদ, রেজাউল করিম শাহিন ও রিফাজ আহমেদ রনি।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় এখনও ৫০ জন ব্যাংকারসহ আরও শতাধিক ব্যক্তি পুলিশের নজরদারিতে রয়েছে এবং এ অপরাধের সঙ্গে জড়িত আরও আট থেকে দশ জনকে আটক করতে ইতোমধ্যে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।
ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, বর্তমানে তারা গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছেন। রিমান্ড শেষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ডিবি কর্মকর্তারা আরও জানান, তারা সাম্প্রতিক এটিএম জালিয়াতিতে ভুক্তভোগি এক বেসরকারি ব্যাংক গ্রাহকের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তবে পূর্বে এ ব্যাংটিকে জালিয়াতির জন্যে টার্গেট করা হয়নি বলে জানান তারা।
এটিএম স্কিমিংয়ের মাধ্যমে এ ভুক্তভোগির অ্যাকাউন্ট থেকে ৪৮ হাজার টাকা চুরি করা হয় বলে জানা যায়।
তবে চলমান তদন্ত প্রক্রিয়ার কারণে নতুন এ ব্যাংকের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে সূত্র।

ঢাকা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর