কুমিল্লা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা পর সচল
---
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে দুই যান চলাচল বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কে যানবাহ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাকার দিয়ে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাককে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।