কখনও সিনেমা হলেই যাননি!
গত ঈদে মুক্তি পেয়েছিল নায়িকা নুসরাত ফারিয়ার প্রথম ছবি ’আশিকী’। আর শুক্রবার (আজ) দেশের প্রেক্ষগৃহে এলো তার দ্বিতীয় ছবি ’হিরো-৪২০’। তারও আগে ১২ ফেব্রুয়ারি কলকাতায় এটি মুক্তি পায়।কিন্তু মজার এক তথ্য পাওয়া গেল এ চিত্রনায়িকার কাছে। জানালেন, এর আগে নিজের ছবি দেখতে কখনও হল পরিদর্শনেই যাননি। শুক্রবারই প্রথম এ কাজটি করলেন, সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তা ছাড়লেন দর্শক-ভক্তদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে। এদিন দুপুরে গিয়েছিলেন মধুমিতা সিনেমা হলে। এরপর সন্ধ্যায় ছবি দেখবেন সনি প্রেক্ষাগৃহে।
নুসরাত ফারিয়া ও ওম। ছবি: সাজ্জাদ হোসেন।প্রথমবারের অভিজ্ঞতাও জানালেন একসময়ের আলোচিত এ উপস্থাপিকা। ‘দর্শকরা তো আমার চেয়েও ক্রেজি। খুবই ভালো লাগছে এত দর্শক দেখে।’
সারাদেশের ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও ভারতের রিয়া সেন, ওম অভিনীত ছবি ‘হিরো ৪২০’।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির এবং ভারতের সুজিত মণ্ডল।
‘হিরো ৪২০’ ট্রেলার: