g ঘরোয়া পদ্ধিতিতে নিজেই জেনে নিন আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ঘরোয়া পদ্ধিতিতে নিজেই জেনে নিন আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৯, ২০১৬

---

lambtwinsmarch2010_0509সন্তান ছেলে হবে! না মেয়ে হবে! এ নিয়ে অনেক মা বাবা কত জল্পনা কল্পনা করেন। অনেকে আলট্রাসনোগ্রাফি করেন, মেয়ে হবে জানতে পারলে অনেক মা-বাবা মন খারাপ করেন। ছেলে হোক মেয়ে হোক সন্তান সন্তানই।এখানে যে পরীক্ষার কথা বলা হয়েছে তা অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হয়েছে। তবে আল্লাহ তালার কুদরতের উপর কারো হাত নেই। তাহলে আসুন জেনে নেই এই পরিক্ষা পদ্ধতিটি:

পরীক্ষা পদ্ধতি : প্রথমে একটি পাত্রে ২ চা চামচ পরিমাণ বেকিং সোডা নিতে হবে, এবং তাতে ভ্রুনের বয়স যখন সাত সপ্তাহ বা তার উপর সে সময়কা সকালবেলার খালি পেটে থাকা অবস্থায় ১ কাপ পরিমাণ পস্রাব সংগ্রহ করতে হবে। সেই পস্রাব ঐ বেকিং সোডার মধ্যে ঢালতে হবে।

রেজাল্ট : যদি বেকিং সোডা পস্রাবের সাথে মিশে কোন বিক্রিয়া না করে হাল্কা বুদবুদ উঠে এবং নিচে তলানি জমা হয় ও উপরে স্বচ্ছ  পস্রাব দেখা যায় তবে সেটা মেয়ে সন্তান হবে নির্দেশ করে।

যদি বেকিং সোডা  পস্রাবের সাথে মিশে প্রথমে ঝাজিয়ে উঠে বিক্রিয়া করে ও ফেনার স্তরের সৃষ্টি হয় তবে সেটা ছেলে সন্তান হবে নির্দেশ করে।

timebdnews.com

এ জাতীয় আরও খবর