g ৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের সড়ক অবরোধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের সড়ক অবরোধ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৬

---

BCS৩৪তম বিসিএসের ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ক্যাডারবঞ্চিত প্রার্থীরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীরা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ক্যাডারবঞ্চিতরা শাহবাগ মোড়ে প্রধান সড়কের ওপর অবস্থান নেন। আন্দোলনকারী জানান, ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, এই বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে তারা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

ক্যাডারবঞ্চিতদের আন্দোলনের ফলে শাহবাগ থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। পুলিশের রমনা জোনের এডিসি মো. ইব্রাহীম খান বলেন, ক্যাডারবঞ্চিতরা শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করে যথাযথ দাবি কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে বলি। কিন্তু তারা রাস্তা থেকে সরে যেতে না চাইলে তাদের তিনজনকে থানায় আনা হয়। বাকিদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। তাদেরকে কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি বলে তিনি দাবি করেন।

এ জাতীয় আরও খবর