হাতিয়ায় ৪ পুলিশ সদস্যকে অপহরণ
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৬
---
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের ৪ কনস্টেবলকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি এলাকার তৌহিদুল ইসলাম সুমন চেয়ারম্যানের বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে হাতিয়ার বয়ারচর ট্যাঙ্কিবাজারে ভোটার হালনাগাদ কাজে সহযোগিতার সময় ৪ কনস্টেবলকে অপহরণ করা হয়। লক্ষ্মীপুরের রামগতি এলাকার চিহ্নিত তৌহিদুল ইসলাম সুমন চেয়ারম্যানের বাহিনীর সদস্য খালেক ডাকাতের ছেলে ফিরোজের নেতৃত্বে তাদের অপহরণ করা হয়।