পৃথিবীতে একজনের সঙ্গে অন্যের দূরত্ব মাত্র ৩.৫৭ ডিগ্রি : ফেসবুক
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৬
---
এ পৃথিবীতে একজন মানুষের থেকে অন্য মানুষের দূরত্ব কতটুকু? ইঞ্চি, ফুট বা কিলোমিটারে হিসাব করে তা বলা যায়। কিন্তু ফেসবুক বলছে এ গ্রহের একজনের থেকে অপরের দূরত্ব মাত্র ৩.৫৭ ডিগ্রি!