রবিবার, ২৪শে ডিসেম্বর, ২০১৭ ইং ১০ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

অশ্লীল সংলাপ: ছবিতে নেই, ট্রেলারে আছে!

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৬, ২০১৬

---

pori_99888বিনোদন প্রতিবেদক : ছবির প্রচারের জন্য ইদানীং ছলচাতুরীর আশ্রয় নিচ্ছেন কতিপয় পরিচালক। এমন ট্রেলার তারা ইউটিউবে ছাড়ছেন, যার বেশ কিছু সংলাপ অশ্লীল। সেন্সর বোর্ড থেকে তা বাদ দিতে বলা হয়েছে। মূল ছবিতে ওই সংলাপ না থাকলেও ট্রেলারে কীভাবে তা রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাপ্পি-পরী অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’সহ বেশ কিছু ছবি সেন্সর বোর্ড বহির্ভূত দৃশ্যসমেত ট্রেলার প্রকাশ করেছে ইউটিউবে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ‘লাভার নাম্বার ওয়ান’ ছবির একটি দৃশ্যে দুধবিক্রেতা পরীমণিকে এমন সংলাপ বলতে শোনা যায়- ‘আমার কাছে খাঁটি দুধ আছে’। এই সংলাপটি সেন্সর বোর্ড কর্তন করে দেয়। কিন্তু নির্মাতা ওই সংলাপসহ ‘লাভার নাম্বার ওয়ান’ এর ট্রেলার প্রকাশ করেন অনলাইনে। সংলাপটি চরম সমালোচনার মুখে পড়লেও অনেকেই জানতেন না মূল ছবিতে সংলাপটি নেই। সেন্সর বোর্ড ছবি থেকে সংলাপটি কর্তন করে দিয়েছিল।

গত বছর মুক্তি পায় ‘অশান্ত মেয়ে’ নামের একটি ছবি। জনৈক এফ জাহাঙ্গীর পরিচালিত ছবিটিতে তৃতীয় শ্রেণীর শিল্পীর ছড়াছড়ি। ছবিটি হল মালিকরা প্রত্যাখ্যান করে। কিন্তু নিম্নমানের ছবিটি কীভাবে সেন্সর সার্টিফিকেট পেলো তা নিয়ে প্রশ্ন তোলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এদিকে অনলাইনে একটি ডিজিটাল কন্টেন্ট প্রভাইডার প্রতিষ্ঠান ‘অশান্ত মেয়ে’ ছবির ট্রেলার প্রকাশ করে। ট্রেলারে দেখা যায় চূড়ান্ত অশ্লীল দৃশ্য যা নিশ্চিতভাবেই সেন্সর বোর্ড বহির্ভূত। এভাবে প্রতিষ্ঠানগুলো ইউটিউব হিট বাড়ানোর জন্য বাংলা ছবির কন্টেন্টের দিকে ঝুঁকছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ইউটিউবে ছবির প্রচারের অজুহাতে নেতিবাচকভাবে দর্শক আকর্ষণ বন্ধ করার জন্য সেন্সর বোর্ডকে এগিয়ে আসতে হবে। নির্মাতারা ছবি সেন্সর হওয়ার আগে সেন্সর নীতিমালা বিরোধী কোনো কিছু যেন টিজার-ট্রেলার ইত্যাদি ফরমেটে প্রকাশ করতে না পারেন সেই ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন সেন্সর বোর্ডের কাছে।

এ জাতীয় আরও খবর

  • যৌন অক্ষমতায় পুরুষরা কি করবেন ?যৌন অক্ষমতায় পুরুষরা কি করবেন ?
  • টিএসসিতে নারী লাঞ্ছনার মামলা চালাবে না পুলিশটিএসসিতে নারী লাঞ্ছনার মামলা চালাবে না পুলিশ
  • মালয়েশিয়া থেকে ফিরতে হচ্ছে না বাংলাদেশী শ্রমিকদেরমালয়েশিয়া থেকে ফিরতে হচ্ছে না বাংলাদেশী শ্রমিকদের
  • শিগগির খুলে দেয়া হবে ফেসবুকশিগগির খুলে দেয়া হবে ফেসবুক
  • লেগ স্পিনে ভুগছে বাংলাদেশলেগ স্পিনে ভুগছে বাংলাদেশ
  • নগ্নতা নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই: রণবীর সিংনগ্নতা নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই: রণবীর সিং
  • শুভ-মাহি ছাড়াই শুরু হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’শুভ-মাহি ছাড়াই শুরু হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির রিলিজ স্লিপের ফল রোববারজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির রিলিজ স্লিপের ফল রোববার
  • ‘২০ বছরের মধ্যেই প্রতিটি ডিভাইসই কানেক্টেড ডিভাইসে পরিণত হবে’‘২০ বছরের মধ্যেই প্রতিটি ডিভাইসই কানেক্টেড ডিভাইসে পরিণত হবে’
  • ঢাকায় সানি লিওনের শোঢাকায় সানি লিওনের শো
  • ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাংচুরব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর
  • সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যুসৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু