ব্রাহ্মণবাড়িয়ার হরতাল প্রত্যাহার
---
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে বুধবারের ডাকা সকাল-সন্ধ্যার হরতাল প্রত্যাহার করে নিয়েছে মাদ্রাসা ছাত্র-শিক্ষরা। জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদ্রাসায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ট পর্যন্ত দুই ঘন্টা স্থায়ী প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের হরতাল প্রত্যাহারের বিষয়টি জানান মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা সাজিদুর রহমান।তিনি জানান ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতা ও ছাত্র হত্যার বিষয়টি প্রশাসন সুষ্টু তদন্ত করার শর্ত সাপেক্ষে হরতাল শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।
বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, ১২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল নজরুল ইসলাম,ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বিক্ষোভ ভাংচুর : রেল যোগাযোগ বন্ধ : কাল হরতাল
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ১২শ’ জনের বিরুদ্ধে মামলা
তান্ডবের পর শান্ত ব্রাহ্মণাবড়িয়া শহর

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০, ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত মাদকদ্রব্য আগুনে ধ্বংস