রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যারা

চিকিৎসাশাস্ত্রে ২০১৫ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন দেশের তিন বিজ্ঞানি। নোবেলজয়ীরা হলেন, আইরিশ বংশোদ্ভুত উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের ইউইউ তু। জিবাণু প্রতিরোধকারী চিকিৎসাসেবা আবিস্কারের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন এ তিন বিজ্ঞানি। সুইডেনের নোবেল কমিটি আজ এ ঘোষণা দিয়েছে।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিন বিজ্ঞানির মধ্যে নোবেলের অর্ধেক পুরস্কার পাবেন ক্যাম্পবেল ও ওমুরা। ‘রাউন্ডওয়ার্ম প্যারাসাইট’-এর সংক্রমণ প্রতিরোধে থেরাপি আবিস্কার করেছেন এ দুই বিজ্ঞানি। আর পুরস্কারের বাকি অর্ধেক পাবেন তু। ম্যালেয়িয়া প্রতিরোধে থেরাপি আবিস্কার করেছেন তিনি।