শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

অনলাইনের মাধ্যমে যেভাবে চলছে রমরমা দেহব্যবসা (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৩, ২০১৫

সেই আদিকাল থেকেই চলে আসছে দেহ বিলিয়ে দেয়ার ব্যবসা বা দেহব্যবসা। এ ব্যবসা যেমন থেমে নেই তেমনি এবার যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে যোগাযোগের মাধ্যমে চলছে অভিনব কায়দায় দালালদের মধ্যস্ততায় রমরমিয়ে নারীদেহ নিয়ে খেলা করা ব্যবসা। দেশের প্রথম সারির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে এই দেহব্যবসার নানা তথ্য।

দেহব্যবসা পৃথিবীর বিভিন্ন দেশে বৈধতা থাকলেও আমাদের দেশে এই ব্যবসার কোন বৈধতা নেই। দেশে দেহব্যবসার আইন স্বীকৃত না থাকলেও দেধারছে চলছে এই ব্যবসা, বিশেষ করে রাজধানী ঢাকায় অনলাইনে দালালদের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে এই অবৈধ ব্যবসা চলছে বেশ রমরমিয়ে।

প্রতিবেদটিতে ওঠে এসেছে রাজধানীর গুলশান, বনানী ছাড়াও মহাখালী, ডিওএইচএস, লালমাটিয়া, ইস্কাটনরোড, সেন্ট্রালরোড, মোহাম্মদপুর, রামপুরা, শান্তিনগর, উত্তরাসহ আরো কয়েকটি এলাকায় ফ্ল্যাট বাড়িতে জমজমাট দেহব্যবসার কথা। যেখানে উচ্চ দামে যৌনকর্মীদের পুরো রাত অথবা ঘন্টা হিসেবে দালালদের মধ্যস্ততায় খরিদ করে দেহভোগ করে থাকে এক শ্রেণির মানুষ।

দুই থেকে তিনজন যৌনকর্মীর সাথে কথা বলে তাদের এ পথে আসার গল্প জানা গেছে প্রতিবেদনটিতে। তারা জানিয়েছে এ পথে জড়িয়ে যাওয়ার বিভিন্ন কষ্টের কথাও। জানা গেছে, এ পথের দালালদের অনেকটা হদিসও। এছাড়াও কত মানুষ প্রতি রাতে এই দেহব্যবসায়ীদের সাথে অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে এবং কত দেহব্যবসায়ী তাদের দেহ উজাড় করে দিচ্ছে তাহাও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনটিতে কত বছর বয়সীরা এ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে সেটাও উল্লেখ করা হয়েছে। এবং এখানে এই দালাল চক্রের গডফাদারের দর্শনও দেখানো হয়েছে। এবং এই দেহব্যবসায়ীদের নিয়ে সমাজের উচ্চ শ্রেণিরাও ফূর্তি করছে বলে উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

  • যেভাবে বানাবেন ‘বিফ বল’যেভাবে বানাবেন ‘বিফ বল’
  • যে ১০টি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্তযে ১০টি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্ত
  • হরতাল-অবরোধে বিপর্যস্ত বিনোদনহরতাল-অবরোধে বিপর্যস্ত বিনোদন
  • বেসরকারি ৫ মেডিকেল কলেজে ভর্তি স্থগিতবেসরকারি ৫ মেডিকেল কলেজে ভর্তি স্থগিত
  • নরক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!নরক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!
  • আখাউড়ায় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদানআখাউড়ায় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
  • প্রতি রাতে পুরুষদের থেকে ৩০ মিনিট বেশি ঘুমান মহিলারাপ্রতি রাতে পুরুষদের থেকে ৩০ মিনিট বেশি ঘুমান মহিলারা
  • মুশফিক-মন্ডির সপ্তম ঈদমুশফিক-মন্ডির সপ্তম ঈদ
  • চলে গেলেন মার্কিন কৌতুকাভিনেতা চার্লি মারফিচলে গেলেন মার্কিন কৌতুকাভিনেতা চার্লি মারফি
  • সাকিবের ধমকে আউট দিলেন আম্পায়ার!সাকিবের ধমকে আউট দিলেন আম্পায়ার!
  • হৃদরোগ প্রতিরোধ উপায়হৃদরোগ প্রতিরোধ উপায়
  • মহাকাশের প্রাণের সন্ধানে কাজ শুরু বিশ্বের বৃহত্তম টেলিস্কোপেরমহাকাশের প্রাণের সন্ধানে কাজ শুরু বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের