শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

আমার কোনো ভুল ছিল না, আমার বিরুদ্ধে ছিল অপপ্রচার’

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৫, ২০১৫

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, পদত্যাগের কারণে সৃষ্ট শূন্য আসনের নির্বাচনে অংশ গ্রহণে তার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি কখনো স্নেহ ও ভালোবাসা বঞ্চিত হইনি। তারা আমাকে বার বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সদ্য সংসদ থেকে পদত্যাগ করা লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, আমার প্রতি মানুষের স্নেহ-ভালোবাসায় যদি শেখ হাসিনার আস্থা ও ভালোবাসার স্পর্শ ফিরে পাই, তিনি যদি আমাকে ফিরিয়ে নেন এবং সুযোগ দেন, তাহলেই কেবল আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। লতিফ সিদ্দিকী বলেন, ব্যক্তির দ্বারা সমষ্টি আক্রান্ত হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমার জন্য প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন। যতদিন উনি বিব্রত হননি, ততদিন উনি আমাকে পাশে রেখেছেন। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার কোনো ভুল ছিল না। তবে আমার বিরুদ্ধে ছিল অপপ্রচার। আমি তারই খেসারত দিচ্ছি। এর আগে বিকাল সোয়া ৪টায় লতিফ সিদ্দিকী তার নির্বচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।
প্রায় এক বছর আগে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর সমালোচনার মুখে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান লতিফ সিদ্দিকী। দেশে ফিরে ধর্ম অবমাননার বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কয়েকমাস কারাবাসও করেন এই আওয়ামী লীগ নেতা। পরে জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।  

এ জাতীয় আরও খবর

  • সিদ্ধান্তে অনিশ্চয়তা পূর্ণিমার ফেরাসিদ্ধান্তে অনিশ্চয়তা পূর্ণিমার ফেরা
  • মুস্তাফিজের বলে রান নেয়া কঠিনই নয়, বরং অসম্ভব : ওয়ার্নারমুস্তাফিজের বলে রান নেয়া কঠিনই নয়, বরং অসম্ভব : ওয়ার্নার
  • ৬০০ কোটির ক্লাব পার হলো ‘দঙ্গল’৬০০ কোটির ক্লাব পার হলো ‘দঙ্গল’
  • হ্যাপি-পরীমনির রসমালাই [ভিডিও]হ্যাপি-পরীমনির রসমালাই [ভিডিও]
  • মেলানিয়ার পোশাক ‘যথাযথ’ নয়!মেলানিয়ার পোশাক ‘যথাযথ’ নয়!
  • বড়দিনে জোলির বাড়িতে যাচ্ছেন ব্র্যাডবড়দিনে জোলির বাড়িতে যাচ্ছেন ব্র্যাড
  • পাকিস্তানকে সহজে জিততে দিল না বাংলাদেশপাকিস্তানকে সহজে জিততে দিল না বাংলাদেশ
  • ভারতীয় সেনাবাহিনীর উপর হামলাকারী বিদ্রোহী নেতা আটকভারতীয় সেনাবাহিনীর উপর হামলাকারী বিদ্রোহী নেতা আটক
  • রিশা হত্যায় ওবায়দুলের ফাঁসির দাবিতে সমাবেশরিশা হত্যায় ওবায়দুলের ফাঁসির দাবিতে সমাবেশ
  • ঢাকাইয়া ভাষায় কথা বলেছিঢাকাইয়া ভাষায় কথা বলেছি
  • ৪র্থ মেধাবী মুখ অন্বেষণ মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত৪র্থ মেধাবী মুখ অন্বেষণ মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • এবার ক্রিকেটেও চালু হচ্ছে লালা কার্ড !এবার ক্রিকেটেও চালু হচ্ছে লালা কার্ড !