বুধবার, ১৪ই মার্চ, ২০১৮ ইং ৩০শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘ঈশ্বরের হাতে গোল’ : ক্ষমা চাইলেন ম্যারাডোনা (ভিডিও)

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাতে গোল’ নিয়ে কম বিতর্ক হয়নি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা সেই গোলটি আজও বিশ্বজুড়ে তুমুল আলোচিত-সমালোচিত। সুযোগ পেলেই ম্যারাডোনা এবং ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন সে গোল নিয়ে একে অপরকে খুঁচা মারতে ছাড়েন না।

আর ব্রাজিল ভক্ত বা আর্জেন্টিনা বিদ্বেষীরা তো এটাকে নিয়ে কম সমালোচনা করেননি। বহুদিন পর ফের আলোচনায় ৮৬ বিশ্বকাপের সেই আলোচিত ঘটনাটি। দীর্ঘ ২৯ বছর পর আর্জেন্টিনা কিংবদন্তী হ্যান্ড অব গোল ম্যাচের রেফারি আলী বিন নাসের’র কাছে ক্ষমা চাইলেন।

বাণিজ্যিক এক প্রচারণায় সোমবার তিউনিসিয়া সফরে গেলেন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপের আলোচিত সেই কোয়ার্টার ফাইনালের রেফারি আলী বিন নাসের’র কাছে ক্ষমা চাওয়ার এই মোক্ষম সুযোগ নষ্ট করলেন না তিনি। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকে মূল রেফারির দায়িত্ব পালন করেছিলেন আলী বিন নাসের। তার চোখকে ফাঁকি দিয়েই ম্যারাডোনা ইতিহাসের অন্যতম আলোচিত গোলটি করেন। যে কারণে সমালোচনা ও নিন্দার মুখেও পড়েন এই তিউনিস রেফারি।

Print Friendly, PDF & Email