শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ভাতের পাতে কাঁচা মরিচের উপকারিতা

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৭, ২০১৫

ভাতের সাথে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। আবার আমাদের মধ্যে এমন কিছু কিছু মাণুষ আছেন যাদের ভাত খাওয়ার সময় কাঁচা মরিচ না হলেই নয়। কাঁচা মরিচ খাওয়ার এ অভ্যাসটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মরিচের বিশেষ উপাদান ক্যাপসাইকিন মরিচকে ঝাল বানায়।

কাঁচা মরিচ সাধারণত কাঁচা, রান্না কিংবা বিভিন্ন ভাজিতে দিয়ে খাওয়া হয়। এতে আছে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট।

ঝাল স্বাদের সব্জিগুলোতে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোক্সানথিন ও লুটেইন জিয়াক্সানথিন নামক বিভিন্ন উপাদান থাকে। কাঁচা মরিচ খাওয়ার সময় এই উপাদানগুলো মুখের মধ্যে লালা আনে। যার ফলে খাওয়া দাওয়া আমাদের মজা লাগে। এছাড়াও এ উপাদানগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক কাঁচা মরিচের স্বাস্থ্য উপকারিতাগুলো।

০১. গরমের দিন কাঁচা মরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠাণ্ডা থাকে।

০২. প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়।

০৩. নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

০৪. কাঁচা মরিচ মেটাবলিসম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে।

০৫. কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডোভাস্ক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে।

০৬. নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

০৭. কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায়।

০৮. কাঁচা মরিচে আছে ভিটামিন এ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।

০৯. কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে।

১০. নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে।

১১. প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

১২. কাঁচা মরিচে আছে ভিটামিন সি। তাই যে কোনো ধরণের কাটা-ছেড়া কিংবা ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ খুবই উপকারী।

১৩. কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।

আপনার যদি কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস না থাকে তবে আপনি আজ থেকেই খাবারের পাতে একটি কাঁচা মরিচ রাখার অভ্যাগ গড়ে তুলতে পারেন। যা আপনার স্বাস্থ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

  • বিপিএলে ‘হইহই রইরই, চার-ছক্কা গেল কই!বিপিএলে ‘হইহই রইরই, চার-ছক্কা গেল কই!
  • কারাগারে বন্দি মডেল আয়ান আলী সাহরি ও ইফতার দেবেন বন্দিদের!কারাগারে বন্দি মডেল আয়ান আলী সাহরি ও ইফতার দেবেন বন্দিদের!
  • দাম্পত্যে শারীরিক-মানসিক আকর্ষণ ধরে রাখতে যে বিষয়গুলো মাথায় রাখবেনদাম্পত্যে শারীরিক-মানসিক আকর্ষণ ধরে রাখতে যে বিষয়গুলো মাথায় রাখবেন
  • পৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন-এরশাদপৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন-এরশাদ
  • কারিনার চুমুতে সমস্যা নেই সাইফেরকারিনার চুমুতে সমস্যা নেই সাইফের
  • ফেসবুকের উপর সাইবার আক্রমণ: লাইভ ডাটাফেসবুকের উপর সাইবার আক্রমণ: লাইভ ডাটা
  • গায়ে কেন কাঁটা দেয়?গায়ে কেন কাঁটা দেয়?
  • এবার পুরুষ যৌনকর্মীদের নিয়ে তৈরি হল বাংলা ছবি!এবার পুরুষ যৌনকর্মীদের নিয়ে তৈরি হল বাংলা ছবি!
  • এবার রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ সভাপতি অভিযুক্তএবার রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ সভাপতি অভিযুক্ত
  • এভিয়েশন ক্লাবের সভাপতি হলেন টিপু সম্পাদক জুমানএভিয়েশন ক্লাবের সভাপতি হলেন টিপু সম্পাদক জুমান
  • বায়োপিকে অচেনা শচীনের খোঁজ, ইঙ্গিত থাকল ট্রেলারেইবায়োপিকে অচেনা শচীনের খোঁজ, ইঙ্গিত থাকল ট্রেলারেই
  • নবীনগরে ৩ জুয়ারী আটক ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডনবীনগরে ৩ জুয়ারী আটক ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড