g ‘এসএমএস’ জনক মারা গেছেন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘এসএমএস’ জনক মারা গেছেন

AmaderBrahmanbaria.COM
জুলাই ১, ২০১৫
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক ‘এসএমএসে’র জনক হিসেবে পরিচিত ম্যাটি ম্যাকোনন মৃত্যু বরণ করেছেন। দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা ম্যাকোননের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৩ বছর। মোবাইলে সর্বপ্রথম এসএমএস আদান প্রদানের আইডিয়া দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিলেন তিনি।
২০১২ সালে বিবিসিকে দেওয়া এক এসএমএস সাক্ষাতকারে তিনি বলেছিলেন, এসএমএস এমন একটি মাধ্যম যা সব সময় পাশেই থাকে। বিশ্বে এসএমএস ব্যবস্থার বিশ বছর পূর্তিতে বিবিসিকে দেওয়া ওই সাক্ষাতকারে এসএমএস আইডিয়ার উন্নতির জন্য তিনি নকিয়াকে ধন্যবাদ জানান। নকিয়া ১৯৯৪ সর্বপ্রথম ২০১০ মডেলের সেটে এসএমএস ব্যবস্থা চালু করেছিলো।

এ জাতীয় আরও খবর