শারীরিক অবস্থার উন্নতি নায়ক রাজ্জাকের
বিনোদন প্রতিবেদক : আপাতত নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শ্বাসকষ্ট নিয়ে গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী রাজ্জাক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। এক পর্যায়ে সেখানে তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়।
৭২ বছর বয়সী বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। গত বছর মার্চে তাঁর ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার সেটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাসায় আসেন আবার এক সপ্তাহের মাথায় তাঁকে স্কয়ারে ভর্তি করতে হয়েছিল। গত এক বছর ধরে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। এসময় তিনি অভিনয় থেকেও দূরে আছেন।