টিভি ও ওয়াশিং মেশিনে স্যামসাংয়ের অফার
ঈদ উপলক্ষে টিভি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, টিভিতে স্যামসাং গ্রাহকদের জন্য এসেছে একাধিক অফার। স্যামসাং থ্রিডি স্মার্ট টিভি ৪৮ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬০ ইঞ্চি মডেলের যেকোনো একটি টিভি কিনলে গ্রাহকেরা একটি স্যামসাং জেড১ স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ পাবেন। আর জয় প্লাস, এলইডি এবং স্মার্ট সিরিজের যেকোনো একটি মডেলের টিভি কিনলে তিন হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
টিভির পাশাপাশি স্যামসাং ওয়াশিং মেশিনেও ক্যাশব্যাক অফার ঘোষণা দিয়েছে স্যামসাং। প্রতিটি স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এর কনজুমার ইলেকট্রনিকস বিভাগের প্রধান বদরুল করিম বলেন, ‘ঈদ উপলক্ষে গ্রাহকদের বাড়তি কিছু সুবিধা দিতে টিভি এবং ওয়াশিং মেশিনে এই আকর্ষণীয় অফার আনা হয়েছে।’
স্যামসাং অনুমোদিত পরিবেশক ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস, সিঙ্গার এবং ইলেকট্রো মার্ট লিমিটেড থেকে এই অফার মিলবে।


কলেজ ছাত্র খুন: প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫০
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন
দুই টন ওজনের বোমা, নিষ্ক্রিয় করতে সরানো হলো ৫০ হাজার মানুষ
আশুগঞ্জে আওয়ামীলীগের কোন্দল প্রকাশ্যে রূপ
তেলবাহী জাহাজডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন
যৌনদাসী বিতর্কে কোরিয়া থেকে জাপানি রাষ্ট্রদূত প্রত্যাহার
সন্ধ্যায় ঢাকায় আসবে হাজিদের প্রথম ফ্লাইট
ক্যামেরা ছুড়ে মারলেন অর্জুন
৯০ কোটি টাকার হীরার পোশাকে ভাইরাল মুকেশ কন্যা (ভিডিও)

সরাইলে ফলদ বৃক্ষ মেলা-২০১৭এর শুভ উদ্বোধন