রাধিকায় ট্রাকচাপায় নিহত ২
AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৫
শামসুর রহমানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, বুধবার সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া (৪৫) ও সাইদুর রহমানের (০৯)। নিহত ইয়াছিন মিয়ার বাড়ি জাঙ্গাল এবং সাইদুলের বাড়ি জগতসার বলে জানা গেছে। ইয়াছিন মিয়া পেশায় মাছ বিক্রেতা। ঘটনার সময় সে রাস্তার পূর্ব পাশে মাছ বিক্রি করছিলেন ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক বায়েজিদ বলেন, সকালে কুমিল্লাগামী মালবোঝাই ট্রাকটি রাধিকা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুরকে চাপা দেয়। এ সময় সাইদুরকে বাঁচাতে এগিয়ে গেলে ইয়াছিনও চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
চালকসহ ট্রাকটি পুলিশ আটক করেছে বলে পরিদর্শক বায়েজিদ জানান।
ফটো ক্রেডিটঃ ইলিয়াস রাধিকা ।