শুক্রবার, ১৯শে মে, ২০১৭ ইং ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

রাধিকায় ট্রাকচাপায় নিহত ২

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৫

11377112_464712550351486_8600783773218050965_nশামসুর রহমানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, বুধবার সকাল ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মিয়া (৪৫) ও সাইদুর রহমানের (০৯)। নিহত ইয়াছিন মিয়ার বাড়ি জাঙ্গাল এবং সাইদুলের বাড়ি জগতসার বলে জানা গেছে। ইয়াছিন মিয়া পেশায় মাছ বিক্রেতা। ঘটনার সময় সে রাস্তার পূর্ব পাশে মাছ বিক্রি করছিলেন ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক বায়েজিদ বলেন, সকালে কুমিল্লাগামী মালবোঝাই ট্রাকটি রাধিকা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুরকে চাপা দেয়। এ সময় সাইদুরকে বাঁচাতে এগিয়ে গেলে ইয়াছিনও চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

চালকসহ ট্রাকটি পুলিশ আটক করেছে বলে পরিদর্শক বায়েজিদ জানান।

 

ফটো ক্রেডিটঃ ইলিয়াস রাধিকা ।

এ জাতীয় আরও খবর

  • সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরাসরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
  • ‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন
  • গাজীপুরে দুর্ঘটনায় বাঞ্ছারামপুর এর নটরডেম শিক্ষার্থীসহ নিহত ২
  • উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্টউগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্ট
  • বিপিএলে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন গেইল!বিপিএলে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন গেইল!
  • ৭২ঘণ্টার মধ্যে কোরীয় কূটনীতিককে ঢাকা ছাড়তে বলা হয়েছে