কামারুজ্জামানের রিভিউ আবেদনের খসড়া প্রধান বিচারপতির অনুমোদন
---
ডেস্ক রির্পোট : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনের খসড়াটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তা অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে কামারুজ্জামানের রিভিউয়ের রায়ে আজ সই করতে পারেন বিচারপতিরা। তার পরই রায় কার্যকরের ব্যবস্থা নেবে কারা কর্তপক্ষ।
এর আগে রায়ের কপি মঙ্গলবার এসে পৌঁছাবে এমন প্রত্যাশায় কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন সংবাদ কর্মী ও উৎসুক জনতা। এদিকে কারাগারের প্রধান ফটকসহ আশ-পাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসুক জনতার ভিড়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারাগার এলাকার নিরাপত্তা জোরদার রয়েছে বলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায় ঘোষণা করা হয় সোমবার। রিভিউ আবেদন খারিজ করে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।