শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ধ্বংস করে দেয়া হল সাদ্দাম হোসেনের মাজার

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৬, ২০১৫

saddam majarইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমাধিসৌধটি প্রায় গুঁড়িয়ে দেয়া হয়েছে। তিকরিতে ইসলামিক স্টেটের সাথে সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াইয়ে সমাধি সৌধটি ধ্বংস হয়েছে।

তিকরিতের আল-আওজা গ্রামে সাদ্দামের বিলাসবহুল সমাধিসৌধটি অবস্থিত ছিল। যদিও তার মৃতদেহ আগেই সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সুন্নিরা জানিয়েছেন গত বছরই সাদ্দাম হোসেনের মৃতদেহ অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয় যার নাম প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি ফুটেজে দেখা যায় স্মৃতিসৌধটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং সেখানে কিছু পিলার দাড়িয়ে আছে।

ইরাকী বাহিনী ও শিয়া মিলিশিয়ারা ইসলামিক স্টেট বা আই এস জঙ্গিদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে। ফুটেজে দেখা যায় শহরের দক্ষিণে স্মৃতিসৌধটি এখন একটি কংক্রিটের ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিয়া মিলিশিয়াদের একজন কর্মকর্তা জানান সাদ্দাম হোসেনের কবর থাকার কারণে আইএস জঙ্গিরা এলাকাটির অধিকাংশই ধ্বংস করেছে।

আইএস বলেছিলো গত অগাস্টেই কবরটি ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু স্থানীয় কর্মকর্তারা তা অস্বীকার করে লুটপাটের কথা বলেছিলো।

সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। পরে ইরাকী আদালতের রায় অনুসারে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়। ২০০৭ সাল থেকে তার মরদেহ তিকরিতের ওই স্মৃতিসৌধের কবরে রাখা হয়।

সাদ্দাম হোসেনের কবরকে কেন্দ্র করে মাজার বা স্মৃতিসৌধটি করা হয়েছিলো। তিকরিত শহরটি গত জুন থেকেই আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে। এখন ইরাকী বাহিনী শহরটি পুনরুদ্ধারকে একটি বড় সাফল্য হিসেবেই দেখছে।

এ জাতীয় আরও খবর

  • যেসব ফ্যাট স্বাস্থ্যের জন্য দরকারীযেসব ফ্যাট স্বাস্থ্যের জন্য দরকারী
  • প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৬/৪প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৬/৪
  • রণবীরের জীবনে নতুন নারী! কে তিনি?রণবীরের জীবনে নতুন নারী! কে তিনি?
  • আরেকবার সুযোগ চান সাইদ আজমলআরেকবার সুযোগ চান সাইদ আজমল
  • ভাড়া বাড়িতে উঠলেন ড. ইউনুসভাড়া বাড়িতে উঠলেন ড. ইউনুস
  • আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, গ্রেপ্তার গ্ল্যামার মডেল!আইএসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, গ্রেপ্তার গ্ল্যামার মডেল!
  • ‘কেপি টর্নেডো’য় মাহমুদুল্লাহদের জয়‘কেপি টর্নেডো’য় মাহমুদুল্লাহদের জয়
  • জাহাঙ্গীরের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কাণ্ড…জাহাঙ্গীরের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কাণ্ড…
  • নিজেকে ‘স্পেশাল’ বললেন ইউসুফ পাঠাননিজেকে ‘স্পেশাল’ বললেন ইউসুফ পাঠান
  • দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল স্বাভাবিকদুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল স্বাভাবিক
  • হোমনা পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্মত্তি মূল্যায়ণ প্রশিক্ষণহোমনা পৌরসভার ইনক্লুসিভ বাজেট ও সম্মত্তি মূল্যায়ণ প্রশিক্ষণ
  • ‘জঙ্গিবাদ সৃষ্টি করছে পশ্চিমা গোষ্ঠী’:ইকবাল সোবাহান চৌধুরি‘জঙ্গিবাদ সৃষ্টি করছে পশ্চিমা গোষ্ঠী’:ইকবাল সোবাহান চৌধুরি