বোমা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
---
ডেস্ক রির্পোট : বোমা হামলাকারী ও তাদের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা এখন হাতে নাতে ধরা পড়েছে এদের বিচারটা দ্রুত করে ফেলা দরকার। যারা এরসঙ্গে জড়িত- একটা হচ্ছে হুকুমদাতা যে তাদের নির্দেশে হচ্ছে। অর্থের জোগানদার কে তাদের বের করা, বোমাগুলি তৈরি করছে কে, বোমাগুলি সরবরাহ দিচ্ছে কে, মারছে কে? এদের প্রত্যেকটা স্তরেই বোধহয় বিচার খুব কঠিনভাবে হওয়া দরকার। কারণ এ অবস্থা চলতে পারে না। দেড় মাসের বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে দেশের মানুষকে উদ্ধার করতেই হবে।








নাসিরনগরে বখাটের অত্যাচারে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ওমর সানির ভোটের সংখ্যা বাড়লো
গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলিবর্ষণকারী খালাস
জামিন পেলেন জাবির ৪২ শিক্ষার্থী
কসবায় গাঁজা বিক্রির দায়ে ছয় মাসের কারাদন্ড
বিএনপি আজ এতিমের মত সংলাপের জন্য আওয়ামীলীগের দ্বারে দ্বারে ঘুরছে- তোফায়েল আহমেদ
দেখুন রাতে ঢাকায় মেয়েরা কি করে বেড়ায় (ভিডিও)
মহারাষ্ট্র মাংস বিক্রি নিষেধাজ্ঞার প্রতিবাদ টুইটারে একজোট সোনম-সোনাক্ষী-প্রিয়াঙ্কা
রেসকোর্সে স্বর্ণখচিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের দাবি
বৃহত্তর কুমিল্লার গণসঙ্গীত উৎসবে অংশ নিয়েছে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন
এই প্রথম ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কার হাতে পশ্চিমের পুরস্কার