g কোরিয়ার অধিকাংশ শীর্ষ কর্মকর্তা ‘স্কাই’ থেকে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কোরিয়ার অধিকাংশ শীর্ষ কর্মকর্তা ‘স্কাই’ থেকে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৩, ২০১৪

---

Àμâআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেরা ১০ টি কোম্পানীর শীর্ষস্থানে অবস্থানরত কর্তাব্যক্তিদের অধিকাংশই বিদেশের বিশ্ববিদ্যালয় কিংবা দেশটির ‘স্কাই’ নামে পরিচিত স্বনামধন্য তিনটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। উচ্চপদস্থ এসব কর্মকর্তাদের ২৩.৯ শতাংশ কোরিয়ার সেরা তিন বিশ্ববিদ্যালয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি ও ইয়নসে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সম্প্রতি কোরিয়ার কোম্পানীগুলোর উপর গবেষণাকারী প্রতিষ্ঠান ছেবল.কম পরিচালিত এক জরিপে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রায় ২,৪৮৩ জন বড় বড় কর্মকর্তাদের নিয়ে এই জরিপটি চালানো হয়। যাদের মধ্যে ৫৯৪ জনই সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি ও ইয়নসে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তালিকায় এর পরেই যেসব বিশ্ববিদ্যালয়ের অবস্থান সেগুলো হলো বুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, হানিয়াং ইউনিভার্সিটি, সংগিয়ংগোয়াং ইউনিভার্সিটি, খিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি, ইনহা ইউনিভার্সিটি এবং সগাং ইউনিভার্সিটি।

এ জাতীয় আরও খবর