g সরাইলে সংঘর্ষে আহত মহিলার মৃর্ত্যু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষে আহত মহিলার মৃর্ত্যু

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১০, ২০১৪

---

Hattaমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত মিনারা বেগম (২৬) নামের এক মহিলার মৃর্ত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিনারার মৃর্ত্যুর সংবাদে বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সুযোগে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের আশঙ্কায় রয়েছেন একটি পক্ষ। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাজারের ভিটি দখলকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে জয়ধরকান্দি গ্রামের পাঠান পাড়ায় মলু পাঠান ও মিছির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দেড় ঘন্টা স্থায়ী ওই সংঘর্ষে মহিলা পুরুষ সহ উভয় পক্ষের অন্তত: ২৫ জন লোক আহত হয়। গুরুতর আহত মলু পাঠানের মেয়ে ও দুলাল মিয়ার স্ত্রী চার সন্তানের জননী মিনারা বেগমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে গত সোমবার মিনারাকে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টায় মিনারা মারা যায়। মিনারার মৃর্ত্যুর সংবাদে স্তদ্ধ হয়ে পড়ে পুরা জয়ধরকান্দি গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন ধরনের অভিযোগ আমি পায়নি। 

    এ জাতীয় আরও খবর