আ.লীগ নেতা কুতুব হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তারাগণ গ্রামের সন্তান, ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার বাসিন্দা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন (৬৫) আর নেই।
আজ বুধবার সকাল নয়টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। শেখ কুতুব হোসেনের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মাগরিব নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ উদ্যানের জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের জানাযা অনুষ্ঠিত হবে। পরে শহরের শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আওয়ামী লীগ নেতা শেখ কুতুব হোসেনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী শোক প্রকাশ করেছেন।
এ জাতীয় আরও খবর

সিলেট থেকে অপহৃত বৃদ্ধ আখাউড়ায় উদ্ধার, আটক ৫

অংকুর আয়োজিত স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দেয়া মাহ্ফিল
